চড়ুই এখন বিদ্যুতের তারে
অনেকের নিশ্চয়ই মনে আছে সে কবিতা, আমরা শুধু দুটো পঙ্ক্তির কথা স্মরণ করিয়ে দিই। বাবুইকে বলছিল চড়ুই: ‘আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে’ কিন্তু সে সুখ বুঝি সইল না চড়ুইয়ের। আজ তাদের অট্টালিকা ছেড়ে ঠাঁই হলো বিদ্যুতের তারে। কবির দেখা চড়ুই পাখিদের অট্টালিকায় মহাসুখে থাকার দ