‘সুস্থ জামালপুর অভিযান’এর তৃতীয় বার্ষিকী উদ্যাপন
‘আমাদের জামালপুর, সুস্থ দেহ প্রাণ মনে সুর, সুস্থ জামালপুর, রোগ ব্যাধি হোক দূর’ এই স্লোগান সামনের রেখে গড়ে ওঠা ‘সুস্থ জামালপুর অভিযান’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে গতকাল ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।