দুই এতিমের বিয়ে, পাশে ছিলেন আত্মার আত্মীয়েরা
সানাইয়ের সুরে বিয়ের রঙিন সাজে সাজেন দুই কন্যা, যাবেন নতুন ঠিকানায়। জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটিতে পাশে থাকার কথা ছিল মা-বাবা, পরিবার-পরিজনের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মা-বাবা ছিলেন না সে অনুষ্ঠানে। তবে পাশে ছিল আত্মার সম্পর্কের এক বিশাল পরিবার।