যুগ্ম সচিব হয়েও ডিসির দায়িত্বেই থাকছেন ২১ জন
যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ২১ জন জেলা প্রশাসককে (ডিসি) আগের দপ্তরে, আগের পদেই পদায়ন করেছে সরকার। এ ছাড়া যুগ্ম সচিব পদোন্নতি পাওয়া অন্যদেরও আগের দপ্তরে পদায়ন করা হয়েছে। পদোন্নতি পাওয়া ১৯৩ জনকে আগের পদে, আগের দপ্তরে (ইনসিটু) পদায়ন করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...