বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ‘পাপ হবে’, ফাঁস অডিওতে পৌর মেয়র
১ মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপটিতে শোনা যায়, আব্বাস আলী বলছেন, ‘হাইওয়েটাকে আমরা ডিজাইন করতে দিয়েছি। আমাদের যে অংশটা হাইওয়ে। সিটিগেট থেকে আমার অংশ। টোটালই একটা ফার্মকে দিয়েছি যে, তারা একদম বিদেশি স্টাইলে সাজায়ে দিবে ফুটপাত, সাইকেল লেন-টোটাল আমার অংশটা।’