‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’ স্লোগানে নওগাঁয় মানববন্ধন
১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা গঠিত হয়। যা প্রথম শ্রেণির মর্যাদা পায় ১৯৮৯ সালে। অথচ আড়াই লাখ নাগরিকের এই শহরের সড়ক, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা সবকিছুই বেহাল অবস্থা। অলিগলির সড়কগুলো খানা-খন্দে ভরা। রাতে সড়কে ঠিকঠাক জ্বলেনা বাতি। এ যেন কেবলই ভোগান্তির শহরে পরিণত হয়েছে।’ তাই মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবি ক