পাঞ্জাবে বিজেপি, ইউপিতে কংগ্রেসের হার স্বীকার!
ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো-গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুর। পাঁচ রাজ্যের চারটিতেই জেতার আশাবাদ ব্যক্ত করেছে কংগ্রেস ও বিজেপি। তবে দুটি দলই একটি করে রাজ্যে নিজেদের হারের কথা একরকম স্বীকার করেই নিয়েছে।