মদ-সিগারেট পাচারের রুট নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা যেন মাদক চোরাকারবারিদের স্বর্গরাজ্য। বিদেশি মদের বোতল, বিদেশি সিগারেট এমনকি দেশীয় (চোলাই) মদও নিয়মিত পাচার হচ্ছে। এসব মাদক পাচারের জন্য সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং মাইক্রোবাস পর্যন্ত ব্যবহার করছে চোরাকারবারিরা।