ক্ষমতায় এসে কোনো দেশের গোলামি করা চলবে না: নুর
দেশে যারাই ক্ষমতায় আসে, কেউ ভারতের গোলামি করে, কেউ পাকিস্তানের গোলামি করে। কেউ মার্কিনপন্থী, কেউ চীনপন্থী। কিন্তু আমরা বারবার বলেছি, কোনো পন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবে না।