ফারাক্কার ১০৯টি গেট খুলেছে ভারত, বাংলাদেশে শিগগির বন্যার শঙ্কা নেই
সরদার উদয় রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘এ মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, উজানে গঙ্গা নদীর বিলো পয়েন্টে (বিপৎসীমায়) পানির লেভেল স্থির পর্যায়ে আছে। আমাদের দেশেও পানির লেভেল স্থির পর্যায়ে আছে। যেহেতু উজানে স্থির তাই আমাদের দেশেও আগামী কয়েক দিন পানির লেভেল স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। পানি বিপৎসীমার নিচ দি