২০ লাখ গাড়ি পরিবেশের যে ক্ষতি করে, তা পূরণ করতে পারে ১৭০টি বাইসন
যাতায়াতব্যবস্থার এই উন্নতির যুগে দিনকে দিন রাস্তায় বাড়ছে গাড়ির সংখ্যা। এসব গাড়ি প্রচুর কার্বন ডাই-অক্সাইড ছেড়ে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। তবে আশ্চর্য বিষয় হলো, ১৭০টি বাইসন ২০ লাখ কার যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ছাড়ে, এর সমপরিমাণ সংরক্ষণ করতে সহায়তা করে