রাজধানীতে আরও ৭১১ বাসে ই-টিকেটিং চালু
রাজধানীতে চলাচল করা ১৫ পরিবহন কোম্পানির ৭১১টি বাস ই-টিকেটিং পদ্ধতির আওতায় যুক্ত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলি এলাকার বাসগুলোতে এ পদ্ধতি চালু হয়। তবে সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাসেই যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে না।