আবর্জনার গন্ধে দুঃসহ জীবন
বরগুনা সদর উপজেলার মুক্তিযোদ্ধা পল্লির বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন। এই দুর্ভোগচিত্র তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আ. খালেক বলেন, ‘নামমাত্র মুক্তিযোদ্ধা পল্লি এটি। এখানে বসবাস করার থেকে নদীতে ভেসে যাওয়াও ভালো। মনে হচ্ছে কোনো অপরাধের শাস্তি ভোগ করছি।’