সব নির্যাতনই নিন্দনীয়
যেকোনো নির্যাতনই নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। তারপরও নির্যাতন বন্ধ করা যাচ্ছে না। কে নির্যাতিত হন? দুর্বল মানুষই বেশি নির্যাতনের শিকার হন। কে দুর্বল? প্রবীণ, নারী ও শিশুরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছে। সহায়-সম্বলহীন মানুষ যাঁরা শ্রম বিক্রি করেন, তাঁরা নানাভাবে নির্যাতনের শিকার হন।