যুক্তরাষ্ট্রে ‘সেতু থেকে ঝাঁপ’ দিয়ে ১৮ দিন নিখোঁজ ঢাবি শিক্ষক অনিক পাল
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় গত ৩ জুলাই অনিক পাল নামের বাংলাদেশি এক পিএচডি শিক্ষার্থী পথচারী সেতু থেকে ওয়াবাশ নদীতে ঝাঁপ দেন। এরপর ১৮ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তাঁর। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েত এলাকার জন টি. মায়ার্স পদচারী সেতু থেকে লাফ দিয়েছিলেন অনিক।