চট্টগ্রামে নিখোঁজের তিন দিন পর গুদামঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীতে নিখোঁজের তিন দিন পর নিজ দোকানের গুদামঘর থেকে আবু মোতালেব (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলেছেন, ওই ব্যবসায়ী ঋণগ্রস্ত ছিলেন। পাওয়াদারের চাপে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।