Ajker Patrika

চট্টগ্রামে খালে পড়ে অজ্ঞাত ২ শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ জুন ২০২৪, ২০: ৪০
চট্টগ্রামে খালে পড়ে অজ্ঞাত ২ শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান 

চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে একটি খালে পড়ে অজ্ঞাত দুই শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ফায়ার সার্ভিসের সাব অফিসার জসিম উদ্দিন বলেন, ‘আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে অভিযান চালিয়ে যাচ্ছি। এখনো নিখোঁজ শিশুর অভিভাবক পাওয়া যায়নি।’

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, ওই দুই শিশু স্লুইসগেটের নদীর সাইডে খেলা করছিল। পরে সেখানে পড়ে নিখোঁজ হয়।

দুই নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। ছবি: আজকের পত্রিকাপ্রত্যক্ষদর্শীরা বলছে, ওই দুই শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল পানিতে। হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।

কোতোয়ালী থানার উপপরিদর্শক বাবলু কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে এই বিষয়ে খোঁজ নিয়েছি। আমাদের কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারিঘাটে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সম্ভবত সেটা নতুন ফিশারীঘাট এলাকায় হবে। ওটা এরপরও আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছে। তাঁরা খোঁজ খবর নিচ্ছে।’

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে শিশু দুটির অভিভাবকদের এখনো পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত