পারিশ্রমিক বাড়ানোর আশ্বাস নারী ফুটবলারদের
দেশে ফিরে উদ্যাপন আর আনন্দের রাতে অস্বস্তির কিছু খবর বাংলাদেশ নারী দলের ক্যাম্পে। বিমানবন্দর থেকে দুই ফুটবলারের লাগেজ থেকে খোয়া গেছে লাখ টাকা। এমনি আগের রাতে সংবাদ সম্মেলনে কোচ-অধিনায়ককে বসতে না দেওয়া, প্রাপ্য সম্মান না দেওয়ায় তুমুল সমালোচনা। এর মধ্যে আবার নতুন বিতর্ক।