রাতের মর্যাদাপূর্ণ ইবাদত তাহাজ্জুদ
সন্ধ্যার মুগ্ধতায় ভর করে পৃথিবীতে নেমে আসা রাত যেমন রহস্যময়, তেমনি সৌন্দর্যের আধার। সেই সৌন্দর্যের মধ্যে রুপালি আলোর পসরা সাজায় পূর্ণিমার চাঁদ। চাঁদের সেই নির্মল আলোর স্নিগ্ধতায় মোমিন বান্দার হৃদয়ে দুলে ওঠে প্রভু প্রেমের সবুজ চারা। তাই তো আল্লাহর প্রিয় বান্দারা সিজদায় লুটিয়ে পড়েন প্রভুর কুদরতি পায়।