আখচাষিরা গুড় তৈরিতে ব্যস্ত
নরসিংদীর বেলাবতে আখ থেকে গুড় উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন আখচাষিরা। স্থানীয় আখচাষিরা বলছেন, এখানকার গুড় নির্ভেজাল ও খাঁটি হওয়ায় চাহিদা রয়েছে প্রচুর স্থানীয় বাজারে। চাষে খরচ কম ও তুলনামূলক লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।