দৌলতদিয়ায় যানজট নেই, আছে ফেরিজট
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে এখন যানজট নেই, আছে ফেরিজট। জটের কারণে কোনো কোনো ফেরি যানবাহন না নিয়েই ঘাট ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। এ ছাড়া গত কয়েক দিন পানি বাড়ায় তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের বিপরীতে পারাপার হতে দ্বিগুণ সময় লাগছে।