শেষ মুহূর্তে তপুর গোলে আফগানদের রুখে দিল বাংলাদেশ
পরিসংখ্যান বলবে, ম্যাচের দখলে ছিল আফগানিস্তান। বলের দখল থেকে শুরু করে আক্রমণ, সবকিছুতে ছড়ি ঘুরিয়েছেন তাঁরাই। যা লেখা থাকবে না তা হলো, ৪২ বছর পর আফগানদের হারানোর দারুণ এক সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। মাত্র ৩৬ শতাংশ বলের দখল আর ৪৮ মিনিটে পিছিয়ে পড়েও পেয়েছে জয়ের সমান এক ড্র