চাল-আটার জন্য বাড়ছে সারি, হিমশিম দোকানি
রাস্তার বিভিন্ন মোড়ের সামনে দীর্ঘ সারি। স্বল্প মূল্যে চাল ও আটা কিনতে সারিতে ভিড় শিশু, কিশোর, নারী ও বৃদ্ধদের। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও বরাদ্দ কম হওয়ায় স্বল্পমূল্যে চাল আটা কিনতে না পেরে অনেকেই ফিরছেন শূন্য হাতে।