এক যুগ পর নারী দাবায় নতুন রানী জান্নাত
প্রতিযোগিতায় ছিলেন ২০ বারের চ্যাম্পিয়ন রানী হামিদ। ছিলেন নাজরানা খান ইভা, শারমীন সুলতানা শিরিনের মতো সাবেক চ্যাম্পিয়নরাও। অভিজ্ঞ সব দাবাড়ুদের পেছনে ফেলে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। প্রথমবারের মতো মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন ১৭ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস।