‘বয়া ধরে ভেসে ছিলাম ৭০ ঘণ্টা, হাতের উপর মারা গেল বড় ভাই’
‘ডাকাত দলের মার খেয়ে সাগরে পরে গিয়ে আমরা ৯ জন একটি বয়া ধরে ৭০ ঘণ্টা ভেসে ছিলাম। এরপর একটি জালে আটকে যাই। এর আগে আমার বড় ভাই কাইয়ুম জোয়াদ্দার সাগরে ভাসমান অবস্থায় আমার হাতেই মারা যান, এভাবে একে একে আরও চারজন মারা গেলে তাদেরকে সাগরে ভাসিয়ে দেই।’ সাগর থেকে জীবিত উদ্ধার জেলে ইয়াসিন আজ সোমবার আজকের পত্রি