প্রিন্সের ‘ব্যুত্থানপণচারী’ হয়ে ওঠার গল্প
সকালের স্নিগ্ধ হাওয়ায় সবুজের গন্ধ। নীরব নিস্তব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছের ফাঁকে উঁকি দিচ্ছে সূর্যের আলো। ঘড়ির কাঁটায় তখন সাড়ে ৬টা বাজে। ফাঁকা টিএসসি চত্বরে সবুজ ঘাসের ওপর কালো টি-শার্ট আর ট্রাউজার গায়ে সাত শিক্ষার্থীর কারিকুরিতে চোখ আটকে যায় ৷ এগিয়ে তাঁদের সঙ্গে কথা বলে জানতে পারি, এই শিক্ষা