বুধবার তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবারও দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে। আর গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।