ফোর্বস অনূর্ধ্ব-৩০ এশিয়ার তালিকায় ৯ বাংলাদেশি
মার্কিন সাময়িকী ফোর্বস তাদের ‘অনূর্ধ্ব-৩০ এশিয়া’ তালিকার নবম সংস্করণ গত বুধবার রাতে প্রকাশ করেছে। এই তালিকায় এশিয়ার ৩০ বছরের নিচের ৩০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জায়গা করে নিয়েছেন ৯ বাংলাদেশি। যাঁদের কেউ তরুণ উদ্যোক্তা, সাংবাদিক, নেতা ও আবিষ্কারক।