ঢাবির হলে সিনিয়রকে সালাম না দেওয়ায় চড়-থাপ্পড়, তদন্ত কমিটি গঠন
তখন মানিক ভাই রুমে এসে আমার ব্যাচমেটসহ যারা রুমে ছিল তাদের প্রোগ্রামে না যাওয়ার জন্য, প্রোগ্রাম করি না কেন, পলিটিক্যাল রুমে থেকে প্রোগ্রাম না করা এসব বলে গালিগালাজ করছিল। তখন আমি অনলাইন ক্লাসের জন্য উঠে তাদের সালাম দিতে পারিনি বলে তারা আমায় শাসায়