সৌদি আরবে স্বামীর কাছে যাওয়ার কথা ঝুমার, গেলেন হাসপাতালে
গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা সৌদিপ্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী ঝুমা বেগম (৩৪)। আগামী সপ্তাহে স্বামীর কাছে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। আর এ কারণে ভিসার কাজে দেবরকে সঙ্গে নিয়ে ইমাদ পরিবহনে ঢাকায় আসছিলেন। সেই আশাই কাল হবে কে জানত! বাস দুর্ঘটনায় পাশের সিটে বসা তাঁর দেবর মারা গেছেন ঘটনাস্থলেই, আর তিনি ভর