চীনের ডিপসিক এআই পরমাণু নবজাগরণ থামাতে পারে যেভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ‘আর১’ মডেল তৈরি করে প্রযুক্তি জগতে সম্প্রতি বিপ্লব ঘটিয়েছে চীনা স্টার্টআপ ডিপসিক। গুগল ও ওপেনএআইয়ের শীর্ষস্থানীয় কোম্পানির মডেলগুলোর মতো একই কার্যক্ষমতা প্রদর্শন করে আর১। তবে এটি তৈরিতে হার্ডওয়্যারের ব্যবহার ছিল অপেক্ষাকৃত কম। এই প্রযুক্তি আরও জনপ্রিয় হলে এআই