রাজধানীর গ্রিনরোডের ফুটপাত দুই যুগ পর দখলমুক্ত
দুই যুগেরও বেশি সময় ধরে দখলে থাকা রাজধানীর গ্রিনরোডের ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মহানগরের ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগ। পান্থপথ সিগন্যাল থেকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল পর্যন্ত জনবহুল এই ফুটপাতে দীর্ঘদিন ধরে রিকশার গ্যারেজ, টং দোকান, ভ্যান স্ট্যান্ড, ভাতের হোটেল ছিল। পথচারীদের হাঁটার অবস্থা ছিল না।