হস্তান্তরের আগেই ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের দেয়ালে ফাটল
ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। হস্তান্তরের আগেই দেয়ালে ফাটল, মেজেতে পলেস্তারা খসে যাওয়া, পানির ট্যাংকে লোহার অ্যাঙ্গেল স্থাপনেও ত্রুটি পাওয়া গেছে।