টিকিটের চাহিদার মধ্যেও খালি বগি নিয়ে ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে
করোনা শুরুর পর থেকে ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে। ৫ দিন আগেও যেখানে টিকিট পাওয়া যাচ্ছে না, সেখানে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে কোনো যাত্রী না নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসল। এতে রেলওয়ে প্রায় সাড়ে ১১ হাজার টাকার আয় থেকে বঞ্চিত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার।