৫০ হাজার টাকায় বিলাসবহুল রেলযাত্রা, দেখা যাবে সাগর-পাহাড়
ট্রেন চলা শুরুর পর ধীরে ধীরে সরে যাবে শহরের উঁচু দালানকোঠা। জানালা দিয়ে এর বদলে দেখতে পাবেন প্রকৃতির রূপবৈচিত্র্য। সাড়ে চার ঘণ্টার যাত্রাপথে সবচেয়ে বেশি নজর কাড়বে সাগর আর পাহাড়ের অপরূপ দৃশ্য। বিলাসবহুল এই ট্রেনভ্রমণের সুযোগ মিলবে ভিয়েতনামে। একমুখী যাত্রার খরচটাও নেহাত কম নয়, ৪২০ ডলার বা ৪৯ হাজার টাক