অচল ডেমু ট্রেনে হাতখোলা খরচ রেলওয়ের
অচল ডেমু ট্রেনের পেছনেও হাত খুলে খরচ করছে বাংলাদেশ রেলওয়ে। দুই অর্থবছরে (২০১৯-২০ ও ২০২০-২১) নষ্ট ডেমু ট্রেনগুলোর মেরামত, যন্ত্রাংশ ও জ্বালানি তেল কেনায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ঢেলেছে রেলওয়ের দিনাজপুরের পার্বতীপুর ও চট্টগ্রামের পাহাড়তলী কার্যালয়।