সংগীত-সাধক নীলোৎপল সাধ্য: স্মরণ
সংগীতশিল্পী অনেকেই হন, কিন্তু সংগীত-সাধক মিলবে গুটিকয়। নীলোৎপল সাধ্য ছিলেন তেমন এক ব্যতিক্রমী শিল্পী সত্তা। জন্মেছিলেন ৬ ডিসেম্বর ১৯৫৫, বাংলাদেশের সীমান্তবর্তী ধোবাউড়া গ্রামে। গারো পাহাড়ের পাদদেশ থেকে শিক্ষার সূত্রে নেত্রকোনা-ময়মনসিংহ হয়ে তিনি ঢাকায় এসে স্থিত হন। প্রকৌশলী হিসেবে সরকারের টেলিযোগাযোগ