স্বাভাবিক জীবনের অপেক্ষায়
প্রায় এক সপ্তাহ হয়ে গেল গৃহবন্দী আছি। ঘরে বসে উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে। সকালবেলা ঘুম থেকে জেগে সংবাদপত্র পড়ি, টেলিভিশন খুলি, রাত পর্যন্ত টেলিভিশনে নিউজ দেখি। ছেলের সঙ্গে সময় কাটাই। ইন্টারনেট নেই, তাই কম্পিউটারে যেসব সিনেমা নামানো ছিল, পরিবারের সঙ্গে বসে সেসব দেখি। যখন বিরক্ত লাগে, আইপ্যাডে ছবি আঁকি।