স্মার্ট টিভির যত্ন-আত্তি
স্মার্ট টিভি মানেই এলইডি কিংবা এলসিডির স্ক্রিন আর খবর, সিনেমা, নাটকের পাশাপাশি ওটিটি বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট, ইউটিউব ভিডিও, ভিডিও কলিং, অনলাইন গেম, ফেসবুক ব্যবহারের সুযোগ। ডিভাইস যত স্মার্ট তার যত্ন-আত্তিও ততই সূক্ষ্ম। ফলে ভুল নিয়মে টিভি পরিষ্কার করতে গিয়ে তার ক্ষতি করে বসবেন না।