বাজারে এল সিঙ্গার থ্রি ইন ওয়ান সেলাই মেশিন
সেলাই মেশিনের জগতে সিঙ্গার অন্যতম নাম। স্মার্ট এই সময়ে ফোন থেকে শুরু করে হাতঘড়ি, টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের মতো নানা প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে ‘স্মার্ট’। সেলাই মেশিনের ক্ষেত্রেও স্মার্ট যুগের সূচনা করল সিঙ্গার ইন্ডিয়া লিমিটেড।