৪০ টাকা কেজির তরমুজ এখন ২০ টাকা পিস
ভূঞাপুরে ৪০ টাকা কেজি দরের তরমুজ এখন মাত্র ২০ টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। এই তরমুজের দাম কিছুদিন আগেও ১৫০-১৮০ টাকা ছিল। এতে ক্রেতারা খুশি। বিক্রেতারা গলা ফাটিয়ে বলছেন, যেটা মন চায় সেটাই বেছে নিন। একদাম, একদর। ফুরিয়ে গেলে আর পাবেন না...