
আটলান্টিক মহাসাগরের নিচে বিধ্বস্ত পর্যটন ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষের ভেতরে মানুষের দেহাবশেষ মিলেছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে প্রাণ হারানো পর্যটকদের মাথাপিছু ভাড়া ছিল ২ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৭০ লাখ ৪৬ হাজার টাকা। আরোহী ছিলেন ব্রিটিশ সমুদ্র অভিযাত্রী, পাকিস্তানি বিলিয়নিয়ার ও তাঁর ছেলে এবং দুজন ক্রু। বাকিরাও ব্রিটিশ নাগরিক।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নির্মম পরিণতির শিকার পর্যটক দলটির সবচেয়ে কম বয়সী সদস্য ছিলেন সুলেমান। তাঁর বাবা শাহজাদা দাউদ ছিলেন পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। এবারের বাবা দিবসকে স্মরণীয় করে রাখতেই পিতা-পুত্র রওনা হয়েছিলেন সমুদ্রের তলদেশে, কিংবদন্তির টাইটানিক স্বচক্ষে দেখতে।

ডুবোযান টাইটান দুর্ঘটনায় পাঁচ আরোহী নিহতের ঘটনায় মুখ খুলেছেন অস্কারজয়ী সিনেমা ‘টাইটানিক’–এর নির্মাতা জেমস ক্যামেরন। ঝুঁকির ব্যাপারে ডুবোযানের নির্মাতাদের আগেই অনেকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন তিনি।