ব্রেইল মেশিন নষ্ট সাত মাস, উপার্জন বন্ধ চানের
চান সওদাগরের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হাতীভাঙ্গা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামে। দৃষ্টি শক্তি হারানো চান সওদাগরের সঙ্গে কথা বললে তিনি জানান, জন্মান্ধ নন তিনি। ৪ বছর বয়সে গুটি বসন্ত রোগ কেড়ে নেয় তার দুচোখের আলো।