বন্যাকবলিত এলাকায় ত্রাণের সংকট
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেশকিছু এলাকায় বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। তবে উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নে বন্যায় প্লাবিত ও পানিবন্দী পরিবারের সংখ্যা বেশি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে।