সোনার বদলে শস্য প্রথা এপার-ওপার বাংলায়
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শিলং অন্যতম পর্যটন গন্তব্য। মনোরম এই পাহাড়ি এলাকায় প্রতিবেশী বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক আসেন। আর এই ঘুরে বেড়ানোর আড়ালে চলে অবৈধ পণ্য পাচার। এ জন্য সূক্ষ্ম কৌশল অবলম্বন করেন চৌকস পাচারকারীরা, তবুও তল্লাশিতে অনেকেই ধরা পড়েন।