গ্যালারিতে গিয়ে ভক্তদের বল উপহার দিলেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি নাকি ইদানীং চেন্নাই সুপার কিংসকে হারানোর ‘পণ’ করে ব্যাটিংয়ে নামেন—এমন কটু কথায় ছেয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। ধোনি সেসবে কর্ণপাত করেননি কখনো। করার প্রয়োজনও মনে করেননি। বারবার ব্যাটকেই যে তরবারি বানিয়ে দিয়েছেন জবাব! গত রাতেও দিলেন।