পর্দা উঠল নিউইয়র্ক ফ্যাশন উইকের
গত শুক্রবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত নিউইয়র্ক ফ্যাশন উইক। আগামী বছরের বসন্ত ও গ্রীষ্মকে কেন্দ্র করে এবারের আয়োজনে অংশ নিচ্ছে ৭০ জনের বেশি ডিজাইনার। ক্ল্যাসিক রাল্ফ লরেন, ক্যারোলিনা হেরেরার সঙ্গে থাকছে পালোমো স্পেন এবং লাকুয়ান স্মিথের মতো উদ্ভাবনী ব্র্যান্ডের প্রদর্শনী।