মিয়ানমার সীমান্ত: পাতা নড়লেও ওপার থেকে গুলি আসছে
আমানুর রহমান রনি, মাইনউদ্দিন শাহেদ ও মাঈনুদ্দিন খালেদ, কক্সবাজার ও বান্দরবান থেকে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের বেশির ভাগ সীমান্ত এলাকায় দেশটির ভেতরে গোলাগুলি কমেছে। তবে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে সতর্ক। সীমান্তে পাতা নড়লেও যেন ওপার থেকে গুলি ছুটে আসছে।