পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) অপহৃত তিন নেতাকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে অপহরণের তিন দিন পর সেনাবাহিনী তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধার ব্যক্তিরা হলেন ইউপিডিএফের সংগঠক নিতী দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা।
বীর খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসির নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়ার দুর্গম পাহাড়ি এলাকার জুমঘর থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করে।
উদ্ধার অপহৃতদের হস্তান্তরের সময় ৩০ বীর খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি ও পানছড়ি আর্মির সাব জোন কমান্ডার মেজর মো. জোবায়ের মাহমুদ, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম আজকের পত্রিকাকে জানান, অপহৃতদের উদ্ধার করে থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে উদ্ধার তিন নেতাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনের প্রতিপক্ষের গুলিতে পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল কান্তি ত্রিপুরা (২৮), গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯) নিহত হন। এ সময় ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুন:
খাগড়াছড়ির পানছড়িতে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) অপহৃত তিন নেতাকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে অপহরণের তিন দিন পর সেনাবাহিনী তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধার ব্যক্তিরা হলেন ইউপিডিএফের সংগঠক নিতী দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা।
বীর খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসির নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়ার দুর্গম পাহাড়ি এলাকার জুমঘর থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করে।
উদ্ধার অপহৃতদের হস্তান্তরের সময় ৩০ বীর খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি ও পানছড়ি আর্মির সাব জোন কমান্ডার মেজর মো. জোবায়ের মাহমুদ, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম আজকের পত্রিকাকে জানান, অপহৃতদের উদ্ধার করে থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে উদ্ধার তিন নেতাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনের প্রতিপক্ষের গুলিতে পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল কান্তি ত্রিপুরা (২৮), গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯) নিহত হন। এ সময় ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুন:
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৭ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে