চাল এসেছে, বিতরণ হয়নি
মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকার) মার্চ মাসের চাল পাননি হরিদাসকাটি ইউনিয়নের উপকারভোগীরা। তালিকা সংশোধনের নামে ১ হাজার ৬৫ জনের চাল পরিবেশকদের (ডিলার) গুদামে আটকে রাখা হয়েছে। কবে এ চাল বিতরণ করা হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।